Posts

Showing posts from May, 2018

গোল বাড়ির কায়দায় কষা মাংস

Image
উপকরণ - ১ কেজি পাঠা-র মাংস ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ২ বড় চামচ রসুন বাটা ২ বড় চামচ আদা বাটা ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৩ বড় চামচ জিরে গুড়ো ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৩ বড় চামচ দই ভাল করে ফেটানো নুন স্বাদমত গরম মসলা ২/৩ শুকনো লঙ্কা২ টো তেজপাতা ১ কাপ সরষের তেল ১ কাপ পাকা পেপে বাটা ১ ছোট চামচ পাঁচফোড়ন প্রণালী - মাটন টা পাকা পেপে বাটা দিয়ে 5 ঘণ্টা ম্যারিনেট করতে হবে। একটা বড় পাত্রে সরষের তেল দিয়ে গরম হলে তাতে শুকনো লঙ্কা,তেজপাতা,পাঁচফোড়ন,গরম মসলা ফোরণ দিতে হবে। সুন্দর গন্ধ বেরলে পেয়াজ কুচানো টা দিতে হবে। পেয়াজ টা সোনালী রঙ ধরলে তাতে মাংস টা দিয়ে দিতে হবে। সাথে নুন দিতে হবে। ১০-১৫ মিনিট রান্না করার পর মাংস টা রঙ পরিবর্তণ হয়ে কালচে হতে শুরু করবে। মাংস টাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যেন তলায় বসে না যায়। তারপর ১ কাপ গরম জল দিতে হবে।আর পাত্র টা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর গ্যাস একেবারে কমিয়ে দিতে হবে। এভাবে ঘন্টা খানেক রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। একটা পাত্রতে আদাবাটা,রসুনবাটা, লঙ্কাবাটা, জিরেগুড়ো একসাথে মেশাতে হবে। অন

Chicken swarma

Image
প্রথম স্তর - Chicken Shawarma বানাতে হলে প্রথমে বানাতে হবে তাহিনি সস।তাহিনি সস বানানোর উপকরণ গুলি হলো: - ২ থেকে ৩ বড় চামচ মেওনিজ। - ৪ থেকে ৫ টুকরো রসুন - 15 থেকে ১৬ টি গোটা গোলমরিচ - ২ টেবিলচামচ পাতিলেবুর রস - ২ বড় চামচ সাদা তেল - ২ টেবিলচামচ সাদা তিল - নুন এক চামচ অথবা স্বাদমতো প্রথমে রসুন ও গোলমরিচ ব্লেন্ড করে নিতে হবে। তারপর এতে সাদা তেল মিশিয়ে আবার ব্লেন্ড করতে হবে। দেখবেন স্মুথ পেস্ট তৈরি হবে। এবার এতে তিল, লেবুর রস, নুন এবং এক চামচ মেওনিজ মিশিয়ে আবার ব্লেন্ড করতে হবে। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে এটি বাকি মেয়নিজের সাথে ভালোভাবে মিশিয়ে দিন। তৈরি হয়ে গেল তাহিনী সস। দ্বিতীয় স্তরে - এবার বানাতে হবে রোলের রুটি। এর জন্য লাগবে - ময়দা দু কাপ - আটা এক কাপ - নুন হাফ চামচ - চিনি হাফ চামচ -yeast দেড় চামচ - ৪ থেকে ৫ চামচ সাদা তেল প্রথমে আটা, ময়দা, নুন, চিনি, yaust ভালো করে মেশাতে হবে। এতে সাদা তেল মিশিয়ে অল্প গরম জল দিয়ে ভালোভাবে মাখতে হবে। মন্ড হয়ে গেলে এর গায়ে একচামচ সাদা তেল মাখিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর ঢাকা খুলে আবার ভালোভাবে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে র

আম-আলুর পরোটা

Image
উপকরণ - দুটো বড় আলু সেদ্ধ, একটা মাঝারী মাপের আম বাটা,নুন,মিষ্টি,ভাজা মসলা, ময়দা, সাদা তেল, কাসুন্দি প্রণালী - আলু সেদ্ধ খুব ভালো করে চটকে নিতে হবে।এর মধ্যে প্রয়োজন মতো নুন,মিষ্টি,ভাজা মসলা,কাঁচা আম বাটা, দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।এর মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে।ময়দা মিশিয়ে যখন ডো টি লুচির ডো এর মতো হবে।তখন একটি ভিজে কাপড় জড়িয়ে আধ ঘণ্টা র মতো রাখতে হবে।আধ ঘন্টা পরে ডো থেকে লেচি কেটে পরোটার আকারে বেলে চাটুতে সামান্য সাদা তেল দিয়ে সেঁকে কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

শাহী কুসুম বাহার ( এগ ডিফারেন্সিয়া)

Image
উপকরণ - ডিম 4টে, দুটো মাঝারি মাপের পিঁয়াজ কুঁচি, একটা টমেটো কুঁচি,লঙ্কা কুঁচি,আদা রসুন বাটা,নুন,হলুদ সাদা তেল প্রণালী - ডিম ফাটিয়ে সাদা ও কুসুমের অংশ আলাদা করে রাখতে হবে।এই কাজটি করতে হবে খুব সাবধানে,যাতে কুসুমটি আস্ত থাকে। এগ সেপারেটর দিয়েও এই কাজটি করা যেতে পারে।পাত্রে তিন চামচ সাদা তেল গরম করে তাতে একে একে পিঁয়াজ কুঁচি ,টমেটো কুঁচি,আদা রসুন বাটা ,লঙ্কা কুঁচি,দিয়ে ভালো করে কষাতে হবে।সুন্দর গন্ধ বেরোলে ডিমের সাদা অংশ টি ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে।সব একত্রে ভালো করে নেড়ে এককাপ জল নুন,হলুদ দিতে হবে।জল ভালো করে ফুটলে ডিমের কুসুম গুলো খুব সাবধানে হালকা হাতে ছেড়ে খুব অল্প আঁচে কিছুক্ষণ রাখতে হবে।কুসুম শক্ত হলে নামিয়ে গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।

Mocktail- কালবৈশাখী

Image
উপকরণ - কাঁচা আম,পুদিনা পাতা, সোডা ওয়াটার,বরফ কুঁচি, চাট মসলা, নুন,চিনি প্রণালী - কাঁচা আম সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।ব্লেন্ডারে আম, পুদিনা পাতা, পরিমাণ মতো চিনি,সামান্য নুন দিয়ে একসাথে বেটে নিতে হবে।গ্লাসে প্রথমে ঐ মিশ্রণটা দিতে হবে।অর্ধেক গ্লাস মিশ্রণ দিয়ে বাকিটা সোডা ওয়াটার দিয়ে গ্লাস টি ভর্তি করতে হবে।ওপর থেকে বরফ কুঁচি ও চাট মসলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।