Posts

Showing posts from April, 2018

অসমীয়া মাছ ট্যাঙ্গা

Image
উপকরণ - রুই,কাতলা,ভেটকি ইত্যাদি যেকোন মাছের টাটকা টুকরো,নুন,হলুদ,আলু সেদ্ধ,টমেটো কুঁচি,সর্ষে, লেবুর রস,কাঁচা লঙ্কা,ধনে পাতা,সর্ষের তেল প্রণালী - মাছ নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রাখতে হবে।পাত্রে অল্প তেল দিয়ে সর্ষে ফোরণ দিতে হবে।টমেটো কুঁচি দিয়ে অল্প নেড়ে আলু সেদ্ধ টা চটকে দিতে হবে।হালকা করে নেড়ে অনেকটা জল,নুন,হলুদ দিয়ে ফোটাতে হবে।জল ফুটে উঠলে মাছ গুলো ঝোলে ছেড়ে খানিক ক্ষণ ফোটাতে হবে মাছ নরম হলে পরিবেশনের পাত্রে ঢেলে অনেকটা লেবুর রস কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

Mexican Thick Chicken Soup( with noodles)

Image
উপকরণ -1কাপ বোনলেস চিকেন একদম ছোট্ট করে কাটা , রসুন কুঁচি চার পাঁচ কোয়া, এক টেবিল চামচ মাখন, তিন টেবিল চামচ ক্রীম, চিজ কিউব একটা,নুন,মরিচ গুঁড়ো, খানিকটা নুডলস সেদ্ধ,সামান্য কর্ন ফ্লাওয়ার প্রণালী - চিকেন সেদ্ধ করে নিন।স্টক টা রেখে দেবেন।পাত্রে মাখন গরম করে রসুন কুঁচি দিন।সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ চিকেন দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওই স্টক টা ঢেলে দিন।ভালো করে ফুটে উঠলে নুন,ক্রীম চিজ, সেদ্ধ নুডুলস দিন অল্প আঁচে আরো খানিকক্ষণ ফুটিয়ে একটু কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে আরো একটু ফুটিয়ে নামিয়ে গোল মরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।