Posts

Showing posts from January, 2018

কাঁকড়ার ভর্তা

Image
উপকরণ - কাঁকড়ার মাংস(আমি এখানে রেডিমেট ক্র্যাব মিট ব্যবহার করেছি),পিঁয়াজ,আদা,রসুন,লঙ্কা,টমেটো,ক্যাপসিকাম,সর্ষের তেল,লঙ্কা, হলুদ,ধনে গুঁড়ো,নুন,ধনে পাতা কুঁচি। প্রণালী - প্রথমে পাত্রে সামান্য সর্ষের তেল দিয়ে কাঁকড়ার মাংস অল্প আঁচে সামান্য ভেজে নিতে হবে।খেয়াল রাখতে হবে যেন শক্ত না হয়ে যায়।তারপর ঐ মাংসকে হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে।পাত্রে আবার তেল দিয়ে পিঁয়াজ কুঁচি,ক্যাপসিকাম কুঁচি,আদা,রসুন বাটা দিয়ে ভাজতে হবে।হালকা বাদামী রং ধরলে টমেটো কুঁচি ও বাকি সব বাটা মসলা দিয়ে ভালো করে কসতে হবে।তেল ছাড়তে শুরু করলে মাংসটা দিয়ে একটু নেড়ে অল্প জল ,নুন দিয়ে হালকা আঁচে রাখতে হবে।মাংস নরম হলে বেশ মাখা মাখা হলে ওপর থেকে ধনে পাতা কুঁচি ছড়িয়ে নামাতে হবে।       

প্রিন্টেড পাটিসাপটা

Image
উপকরণ - দুকাপ ময়দা,এক কাপ সুজি,হাফ কাপ চালের গুঁড়ো, দুধ, খোয়া ক্ষীর, গুড় বা চিনি,সামান্য বিটের রস।               প্রণালী - ময়দা,সুজি,চালের গুঁড়ো পরিমান মতো দুধ ও কিছুটা চিনি দিয়ে গুলে মোলায়েম ব্যাটার তৈরী করতে হবে।খোয়া ক্ষীর আর গুড় বা চিনি একসাথে মেখে করাই তে নেড়ে পুর তৈরী করতে হবে।আগুনে চাটু বসিয়ে সামান্য তেল ব্রাশ করে হাতায় করে অল্প অল্প ব্যাটার দিয়ে পাতলা রুটির বানাতে হবে।খানিকটা ব্যাটারে বিটের রস দিয়ে গুলে ফোঁটা ফোঁটা করে ওই সাদা রুটির উপর দিতে হবে।আঁচ কমিয়ে রাখতে হবে।রুটি টা অল্প শক্ত হলে উলটে দিয়ে তার ওপরে খোয়া ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটার মতো রোল করতে হবে।

প্রিন্টেড পাটিসাপটা

উপকরণ -  দু কাপ ময়দা,হাফ কাপ সুজি,সামান্য চালের গুঁড়ি,দুধ, খোয়া ক্ষীর,চিনি বা খেজুর গুড়,সামান্য বিটের রস প্রণালী -  ময়দা,সুজি,চালের গুঁড়ি 3/4 কাপ চিনি ও দুধ দিয়ে মোলায়েম করে গুলে রাখতে হবে।ক্ষীর আগুনে দিয়ে চিনি বা গুড় দিয়ে পাক দিয়ে অল্প নরম করে নিতে হবে। বিট বেটে ছাঁকনি তে দিয়ে চেপে চেপে রস বের করে রাখতে হবে।এবার ঐ বিটের রসে খানিক টা ময়দার গোলা দিয়ে লাল ব্যাটার বানিয়ে রাখতে হবে।         আগুনে চাটু চাপিয়ে তেল ব্রাশ করে হাতায় করে প্রথমে ঐ সাদা ব্যাটার রুটির মতো গোল করে দিতে হবে।এর পর ওই লাল ব্যাটার কোনো সরু মুখের পাত্রে ঢেলে ঐ সাদা ব্যাটারের উপরে ফোঁটায় ফোঁটায় ফেলতে হবে।এক্ষেত্রে আমি সস কন্টেনার ব্যবহার করেছি।এই প্রক্রিয়া টি করতে হবে এক্কেবারে কম আঁচে।       রুটির ওপরের অংশ অল্প শক্ত হলে রুটিটিকে উল্টে দিয়ে উল্টানো পিঠে ক্ষীর দিয়ে রোল করলেই তৈরী প্রিন্টেড পাটিসাপটা।

সর্ষ কা শাক ঔর মিসি রোটি

Image
উপকরণ - বড় এক আটি সর্ষে শাক,ছোট দু আটি পালং ও বথুয়া শাক ,রসুন,লঙ্কা,আদা,পিঁয়াজ কুঁচি, ঘি,নুন, মিষ্টি,মাখন      প্রণালী - তিনটি শাক ই কুঁচিয়ে রাখতে হবে।কড়াইয়ে ঘি দিয়ে রসুন,আদা,পিঁয়াজ,লঙ্কা কুঁচি দিয়ে ভালো করে নেড়ে শাক দিতে হবে।শাক ভালো করে নেড়ে নুন,মিষ্টি ও সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।শাক নরম হলে গ্যাস বন্ধ করে মিশ্রণ টিকে ঠান্ডা করে ভালো করে ব্লেন্ড করতে হবে।মোলায়েম হলে মিশ্রণটিকে আবার গ্যাসে ভালো করে ফুটিয়ে মাখন দিয়ে নামাতে হবে। মিসি রোটির উপকরণ - দু কাপ আটা,3/4কাপ বেসন,নুন,মিষ্টি,হলুদ,জিরে ধনে ভাজা গুঁড়ো,সামান্য জোয়ান,ধনে পাতা,ঘি      প্রণালী -উপরের সব উপকরণ একসাথে রুটির আটার মতো মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।চাটুতে ভালো করে সেঁকে ঘি মাখিয়ে নামাতে হবে।