Posts

Showing posts from December, 2017

বাঁধা কপির পাতরা

Image
উপকরণ - কুঁচিয়ে ভাপিয়ে রাখা বাঁধা কপি,কাঁচা লঙ্কা,সর্ষে-পোস্ত বাটা,ভাজা পিঁয়াজ কুঁচি,সামান্য চালের গুঁড়ো, সর্ষের তেল,নুন,মিষ্টি। প্রণালী - বাঁধা কপির জল সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে।এবার এর মধ্যে নুন,মিষ্টি,সর্ষে-পোস্ত বাটা,লঙ্কা,চালের গুঁড়ো মিশিয়ে চটকে একটা মন্ড তৈরী করতে হবে।সব শেষে ভাজা পিঁয়াজ মেশাতে হবে।চাটুতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে ঐ মন্ড টি দিয়ে আঁচ কমিয়ে রাখতে হবে।একদিকে বাদামী রং ধরলে অপর পিঠ একই ভাবে বাদামী করে ভাজতে হবে।হয়ে গেলে গরম ভাতের সাথে অরিবেশন করতে হবে। পুনশ্চ - ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাপিয়ে একই ভাবে তৈরী করা যাবে ফুলকপির পাতরা

বিউলির ডালের কচুরি

Image
উপকরণ - বিউলির ডাল, কাঁচা লঙ্কা,আদা,মৌরি,ময়দা,সাদা তেল, নুন,মিষ্টি প্রণালী - এক কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে সকালে সামান্য কাঁচা লঙ্কা,ছোট এক টুকরো আদা,অল্প মৌরী দিয়ে মিহি করে বেটে নিতে হবে।এই বাটা ডালে যতটা ময়দা দেওয়া যায় দিয়ে সামান্য সাদা তেল ,নুন,মিষ্টি দিয়ে লুচির ময়দার মতো মেখে রাখতে হবে।মনে রাখতে হবে যে এতে জল দেওয়া চলবে না।তারপর লুচির মতো লেচি কেটে একটু মোটা করে বলে ডুবো তেলে ভেজে তুলতে হবে।এক কাপ ময়দায় সাত থেকে আটটি কচুরি বানানো যাবে।

কপি-মাংস

Image
উপকরণ - ফুলকপি, আদা,পিঁয়াজ,রসুন,টমেটো,নুন,হলুদ, সর্ষের তেল,মিষ্টি,লঙ্কা প্রণালী - ফুলকপি বড় বড় করে কেটে ডাঁটা গুলো সামান্য চিড়ে গরম জলে সামান্য ভাপিয়ে নিতে হবে।এরপর কপির মধ্যে তেল ছাড়া সব উপকরণ মেখে গরম সর্ষের তেলে দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।কপি নরম হলে,মসলা ঠিক মতো কষা হলে আগুন থেকে নামিয়ে রেখে ওপর থেকে ভাজা পিঁয়াজ ও গরম মসলা ছড়িয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে।