নলেন গুড়ের ছানার কেক

উপকরণ- জল ঝরানো ছানা 1 কাপ, নলেন গুড় 1/2কাপ,সুজি 1/2 কাপ,কনডেন্সড মিল্ক 3-4চামচ, ঘি 2 চামচ, বাটার পেপার বা তেল মাখানো সাদা কাগজ।

প্রণালী- ঘি ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে।একটা আইলমুনিয়োমের বাটিতে ভালো করে ঘি মাখিয়ে বাটার পেপার বা ঐ সাদা কাগজ বিছিয়ে ঐ মিশ্রণ ঢেলে দিতে হবে। মাইক্রো ওয়েভ ওভেন 200০c তে প্রি হিট করে এটি 20 মিনিট বেক করতে হবে।20 মিনিট পর কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে।ভিতর টা কাঁচা থাকলে আরো 5-10 মিনিট বেক করতে হবে।
        এই কেক গ্যাস ওভেনে করতে চাইলে একটা প্রেসার কুকার নিয়ে কুকারের রবার ও সিটি খুলে রাখতে হবে।কুকারের ভিতরে ঐ কেকের বাটি বসিয়ে ছোট গ্যাড একদম কম আঁচে আধ ঘণ্টা রাখলেই তৈরি হবে নলেন গুড়ের ছানার কেক।

Comments

Popular posts from this blog

বিউলির ডালের কচুরি

রাভা মেদু বড়া

ফুলকপির রেজালা