Flower dumplings

উপকরণ- চিকেন কিমা 300gm, মিহি করে কুচানো পিঁয়াজ 2টি, আদা রসুন বাটা এক চামচ,মাখন 2চামচ,সোয়া সস 1 চামচ, নুন,গোল মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী,ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখা দুমুঠো বাসমতি চাল ।

প্রণালী- চিকেন কিমা ভালো করে ধুয়ে তাতে চাল ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে রাখতে হবে।এরপর কিমা থেকে ছোট ছোট গোল গোল লেচি কেটে ঐ ভিজে চালের ওপরে ভালো করে রোল করে স্টিমারে 15 মিনিট রাখলেই তৈরি হবে flower dumplings.

Comments

Popular posts from this blog

বিউলির ডালের কচুরি

শোলা কচুর মালা বা নেট বড়া

রাভা মেদু বড়া